ডিএনসি কুমিল্লার টাস্কফোর্স অভিযানে ২৮৪ পিস ইয়াবা, ১কেজি গাঁজা ও মাদক বিক্রির নগদ ২,৯৬,৫৬৪ টাকা উদ্ধারপূর্বক ০১(এক) জনকে আসামি করে নিয়মিত মামলা দায়ের।
★★★★★★★★★★★★★★★★★★★★
⭕ গোপন সংবাদের ভিত্তিতে ডিএনসি কুমিল্লার উপপরিচালক চৌধুরী ইমরুল হাসান এরঁ সার্বিক তত্ত্বাবধানে ও পরিদর্শক মোঃ শরিফুল ইসলাম এর নেতৃত্বে ডিএনসি ও বিজিবির সমন্বয়ে একটি টাস্কফোর্স টিম গঠন করে ০২ ফেব্রুয়ারি ২০২৫ তারিখ ভোর ০৫ ঘটিকা হতে চৌদ্দগ্রাম থানাধীন সীমান্তবর্তী মিয়ার বাজার এলাকাসহ বিভিন্ন স্থানে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। এসময় চৌদ্দগ্রাম থানাধীন দক্ষিণ প্রতাপপুর গ্রামের মৃত. আব্দুস সাত্তারের ছেলে শহিদ মিয়া(৫২) এঁর বসতঘর তল্লাশি করে মরণ নেশা ইয়াবা ট্যাবলেট ২৮৪ পিস, গাঁজা ০১(এক) কেজি ও মাদক বিক্রির নগদ ২,৯৬,৫৬৪ টাকা উদ্ধারপূর্বক আসামী শহিদ মিয়াকে হাতেনাতে আটক করেন। অভিযানে কুমিল্লা জেলার ডিএনসি এর সদস্যবৃন্দ, বর্ডারগার্ড বাংলাদেশ, ১০বিজিবি এর নায়েক সুবেদার মো: হুমায়ুন কবির সহ বিজিবির সদস্যগণ অংশগ্রহণ করেন।
এছাড়াও অভিযান চলাকালীন চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী অফিসার মো: রহমত উল্লাহ সার্বক্ষণিক আভিযানিক টিমকে পরামর্শ ও নির্দেশনা প্রদান করেন।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, আসামী শহিদ মিয়া (৫২) একজন মাদকসেবী এবং পেশাদার মাদক ব্যবসায়ী। তিনি সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবা ও গাঁজা নিজের ঘরে সংরক্ষণ করে স্থানীয় বিভিন্ন লোকজনের নিকট বিক্রি করতেন।
আসামীর বিরুদ্ধে পরিদর্শক মোঃ শরিফুল ইসলাম বাদী হয়ে চৌদ্দগ্রাম থানায় নিয়মিত মামলা দায়ের করেন
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস