ডিএনসি- কুমিল্লার মাদকবিরোধী অভিযানে ৬৬ বোতল ফেন্সিডিল এবং ০৩ কেজি গাঁজাসহ ০৩ জন আটক। *************
১) তারিখঃ ২৪/১০/২০২৪ইং
২) সময়ঃ ৮:৩০-০৯:৩০ ঘটিকা
৩) ঘটনাস্থলঃ কোতোয়ালি মডেল থানাধীন আলেখারচর বিশ্বরোডস্থ মেসার্স নাঈমুল ফিলিং স্টেশন এন্ড এল.পি.জি এর সামনে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের ঢাকা অভিমুখী রাস্তার উপর।
৪) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, কুমিল্লার উপপরিচালক জনাব চৌধুরী ইমরুল হাসান এঁর সার্বিক তত্ত্বাবধানে ও পরিদর্শক মো: শরিফুল ইসলাম এর নেতৃত্বে ডিএনসি- কুমিল্লা গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা গামী ASIA AIRCON Platinum এবং চৌদ্দগ্রাম ট্রান্সপোর্ট বাসে মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়।
৫) আটককৃত ব্যাক্তিদের পরিচয়ঃ ১) ফেরদৌস আমানত উদ্দিন খান (৪১), পিতা: মাসুম নিজাম উদ্দিন খান, সাং-গাংচর (ফারূকী হাউস), থানা: কোতোয়ালি মডেল, জেলা: কুমিল্লা।
২) মো: সহিদুল ইসলাম (২৭), পিতা: মো: মজিবুর রহমান জোমাদ্দার, সাং-শিয়ালকাঠি (জোমাদ্দার বাড়ি), থানা: কোতোয়ালি মডেল, জেলা: কুমিল্লা।
২) মো: হালিম হাওলাদার(৩০), পিতা: মৃত আউয়াল হাওলাদার, সাং-সাতুরিয়া (হাওলাদার বাড়ি), থানা: রাজাপুর, জেলা: ঝালকাঠি।
৬) আইনগত ব্যবস্থাঃ আসামীদের বিরুদ্ধে পরিদর্শক মো: শরিফুল ইসলাম বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারণির ১৪(গ)/১৯(ক) ধারায় কোতোয়ালি মডেল থানায় নিয়মিত মামলা দায়ের করেন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস