মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ ও সংশ্লিষ্ট বিধিমালা/নীতিমালার বিষয়ে জেলা কার্যালয় কুমিল্লায় কর্মরত কর্মকর্তা/কর্মচারীদের নিয়ে লার্নিং সেশন।
অদ্য ১০/০৬/২০২৪ ইং তারিখ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, কুমিল্লার কনফারেন্স রুমে আয়োজিত লার্নিং সেশনে উপপরিচালক জনাব চৌধুরী ইমরুল হাসান মহোদয় এঁর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব সাউদ হাসান, সিজেএ, বিজ্ঞ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, কুমিল্লা মহোদয়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব আবু বকর সিদ্দিক, বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, কুমিল্লা। লার্নিং সেশনের শুরুতে সভাপতি মহোদয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, কুমিল্লার বর্তমান ও অতীত বিভিন্ন কার্যক্রম সম্পর্কে প্রধান অতিথি ও বিশেষ অতিথি মহোদয়কে অবহিত করেন। সিজিএম মহোদয় মাদক মামলার জব্দ তালিকা প্রস্তুত, সাক্ষী গ্রহণ ও স্বাক্ষ্য প্রদান এবং বিধিমালা/নীতিমালার বিষয়ে উপস্থিত সবাইকে অবহিত করেন। অনুষ্ঠান শেষে প্রধান অতিথি মহোদয়কে সম্মাননা স্মারক ও মাদকের ক্ষতিকর দিক লেখা সম্বলিত বিভিন্ন উপহার সামগ্রী প্রদান করা হয়।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস