কুমিল্লা জেলায় অনুষ্ঠিত পুলিশ- ম্যাজিস্ট্রেসি কনফারেন্সে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, কুমিল্লার সার্বিক কার্যক্রম সন্তোষজনক মর্মে অভিনন্দন জানান। এরই স্বীকৃতিস্বরূপ বিজ্ঞ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট জনাব সাউদ হাসান (সিজেএ), কুমিল্লা মহোদয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, কুমিল্লার উপপরিচালক জনাব চৌধুরী ইমরুল হাসান মহোদয় এঁর হাতে শুভেচ্ছা স্মারক তুলে দেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব নাসরিন জাহান, মাননীয় জেলা ও দায়রা জজ, কুমিল্লা (ভারপ্রাপ্ত)। এছাড়াও অনুষ্ঠানে জেলা প্রশাসক, অতিরিক্ত ডিআইজি(হাইওয়ে), পুলিশ সুপার, সিভিল সার্জন, বিভিন্ন আইন প্রয়োগকারী সংস্থার প্রধানগণ, বিজ্ঞ পিপি, কুমিল্লা বারের সভাপতি ও সেক্রেটারি, আঠারো থানার অফিসার ইনচার্জসহ উর্ধ্বতন কর্মকতাগণ উপস্থিত ছিলেন। অনুষ্টানে বিজ্ঞ সিজিএম মহোদয় পারস্পরিক সহযোগীতার মাধ্যমে দ্রুততম সময়ের মধ্যে ন্যায় বিচার নিশ্চিত করার জন্য গুরুত্বপূর্ণ নির্দেশনা প্রদান করেন।
তারিখ: ০৮-০৬-২০২৪
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস