Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

Title
দেবিদ্বার হতে আটক ৭ কুখ্যাত মাদকচক্র ও সন্ত্রাসীগ্রুপ
Details
২২/০৯/২০২২ইং তারিখে  মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, কুমিল্লার সহকারী পরিচালক চৌধুরী ইমরুল হাসানের নেতৃত্বে বিভাগীয় স্টাফ, র‍্যাব-১১, চান্দিনা ও দেবিদ্বার থানা এবং পুলিশ লাইনের পুলিশ সদস্যদের সমন্বয়ে একটি রেইডিং টিম গঠন করে দেবিদ্বার থানাধীন আশরা গ্রামের জলিল চৌকিদারের বাড়ীস্হ মোঃ দুলাল মিয়ার নিজ দখলীয় বসতঘরে অভিযান পরিচালনা করা হয়। ঘটনাস্থলে উপস্থিত নিরপেক্ষ সাক্ষীগনের উপস্থিতিতে আসামি মোঃ দুলাল মিয়া (৫০) এর বসত ঘরের সামনে দরজায় দাঁড়িয়ে নিজেদেরকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, র‍্যাব ও পুলিশ পরিচয় দিয়ে দরজা খোলার জন্য অনুরোধ করলে বসতঘরের ভিতর হতে আসামিগণ (১) মোঃ মাহফুজুর রহমান (২৮), (২) মোঃ মামুন (৩২) উভয় পিতা মোঃ দুলাল মিয়া, (৩) মোঃ দুলাল মিয়া (৫০) পিতা-মৃত আব্দুল মজিদ, (৪) অজুফা বেগম (৪৫) স্বামী- মোঃ দুলাল মিয়া, (৫) মোসা: নাইমা ইসলাম (১৯), পিতা দুলাল মিয়া, (৬) কালাম (২৫), পিতা মৃত আব্দুর রাজ্জাক, (৭)  ফাহিমা আক্তার (২০) পিতা: দুলাল মিয়া দরজা খোলা মাত্রই সরকারি লোকজনের উপর অতর্কিত ভাবে চাইনিজ কুড়াল, লাঠি সোঠা ও লোহার রডসহ আরো বিভিন্ন অস্ত্রশস্ত্র নিয়ে হামলা করে সরকারি কাজে বাঁধা প্রদান ও প্রতিবন্ধকতা সৃষ্টি করে। এক পর্যায়ে টিমের সদস্যসহ, নারী সিপাই, নারী পুলিশের মাধ্যমে উপস্থিত নিরপেক্ষ সাক্ষীসহ উক্ত বসত ঘরে প্রবেশপূর্বক বর্ণিত আসামিদেরকে গ্রেফতার করে  আসামীদের বিরুদ্ধে পরিদর্শক মুহাম্মদ মাহবুবুল আলম ভূঞা বাদী হয়ে  দেবিদ্বার থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেন।
উপরোক্ত গ্রেপ্তারকৃত আসামিদের বাড়ীতে গত ১৫/০৯/২০২২ খ্রি: তারিখে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ২ কেজি গাঁজা উদ্ধারপূর্বক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়। উক্ত মামলায় এজাহারভুক্ত সকল আসামিগণ পলাতক ছিল। অত্র মাদক মামলায় তাদের গ্রেফতার দেখানো হয়েছে। আসামীদের গ্রেফতার করার কারনে স্থানীয় জনগণ স্বস্তি প্রকাশ করে প্রশাসনকে ধন্যবাদ জানিয়েছে।
Attachments
Publish Date
22/09/2022
Archieve Date
06/10/2022