মাদকমুক্ত জাতি গঠনে শিক্ষক ও শিক্ষার্থীদের ভুমিকা শীর্ষক সেমিনার *
*********
অদ্য ০৪/১১/২০২৪ ইং তারিখ সদর দক্ষিণ উপজেলার কুমিল্লা সিটি কলেজ মিলনায়তনে মাদকমুক্ত জাতি গঠনে শিক্ষক ও শিক্ষার্থীদের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয় ।
উক্ত সেমিনারে সদর দক্ষিণ উপজেলা নির্বাহী অফিসার জনাব রুবাইয়া খানম মহোদয় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব চৌধুরী ইমরুল হাসান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, কুমিল্লা, জনাব মুহাম্মদ রফিকুল ইসলাম , অফিসার ইনচার্জ, সদর দক্ষিণ থানা, কুমিল্লা, জনাব শাহাজাদা এমরান, সাংবাদিক, সংগঠক ও মুক্তিযুদ্ধ বিষয়ক লেখক, কুমিল্লা, জনাব সেলিম রেজা, সাধারণ সম্পাদক, পরিচালনা পর্ষদ, কুমিল্লা সিটি কলেজ, কুমিল্লা।
সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন জনাব মাহদি প্রমি, প্রভাষক, কুমিল্লা সিটি কলেজ, কুমিল্লা।
সেসিনারে সভাপতিত্ব করেন জনাব মো: নাদিমুল হাসান চৌধুরী, অধ্যক্ষ, কুমিল্লা সিটি কলেজ, কুমিল্লা ।
অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথি মহোদয়গণ একটি সমৃদ্ধ জাতি গঠনে মাদকাসক্ত মুক্ত বাংলাদেশ গঠনে সবাইকে সম্মিলিত ভাবে কাজ করার আহবান করেন। শিক্ষার্থীদের মাদক থেকে বিরত থাকার জন্য বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য ও উপদেশ প্রদান করেন।
কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ী শিক্ষার্থীদের মাঝে মাদকের ক্ষতিকর দিক লেখা সম্বলিত খাতা, কলম,স্কেল ও জ্যামিতি বক্স বিতরণ করা হয়। এসময় উপজেলা নির্বাহী অফিসার মহোদয় উপস্থিত সবাইকে মাদকবিরোধী শপথ বাক্য পাঠ করান এবং সবাই মিলে "মাদক কে না বলুন"লাল কার্ড প্রদর্শন করেন।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS